সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা গুজরাতে। তিন বছর পর আবারও সেতু ভেঙে বিপর্যয়ের ঘটনা ঘটলো গুজরাতের বদোদরায়। ৪৩ বছরের পুরানো সেতু ভেঙে নদীতে পড়ে পরপর গাড়ি। বুধবার সকালে মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। আহত প্রায় ১০ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে গুজরাতের বিকাশ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল।
সরকারি সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মধ্য গুজরাত এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাদরা-মুজপুর এলাকায় মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘ওই সময় দুটি ট্রাক, একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল। সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে।’
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ মিলেছে ১২জনের। ১২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদোদরা পুলিশ সুপার রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক অনুমান, ৪৩ বছরের পুরানো সেতু হওয়ায় পরিকাঠামোগত দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল সেতুটি।