শীতকালীন অধিবেশনে ১০টি নতুন বিল পেশ

সংসদের শীতকালীন অধিবেশন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। এই শীতকালীন অধিবেশনের জন্য মোট ১২টি বিল তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০টি নতুন বিল এই অধিবেশনে পেশ করা হবে। নতুন বিলগুলির মধ্যে রয়েছে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে বেসরকারি সংস্থাগুলির জন্য উন্মুক্ত করা, উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন পরিবর্তন ইত্যাদি।

সংবিধানের অনুচ্ছেদ ২৪০ অনুযায়ী রাষ্ট্রপতি শান্তি, অগ্রগতি এবং সুশাসনের জন্য বিধিমালা তৈরি করতে পারবেন (ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (খ) লাক্ষাদ্বীপ, (গ) দাদরা ও নগর হাভেলি, (ঘ) দমন ও দিউ এবং (ঙ) পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। সেই তালিকায় চণ্ডীগড়কেও জুড়ে দিতে চেয়েছিল মোদী সরকার। তবে বিরোধীদের প্রবল চাপের মুখে শীতকালীন অধিবেশনে পেশ হচ্ছে না চণ্ডীগড় সংবিধান সংশোধন বিল।

চণ্ডীগড় নিয়ে সারা দেশে বিতর্ক দানা বাঁধলে এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চণ্ডীগড়ে কেন্দ্রীয় আইন প্রণয়নের প্রক্রিয়া সহজ করার বিষয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি। এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানার সঙ্গে কেন্দ্রের দীর্ঘদিনের সম্পর্কের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে মন্ত্রক। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিদ্যমান শাসন কাঠামো বা দুটি রাজ্যের সঙ্গে চণ্ডীগড়ের সম্পর্ক বদলানোর কোনও পরিকল্পনা নেই।

বীমা খাতে সংশোধন, শেয়ার বাজারের নিয়মে নতুনত্ব এবং জাতীয় মহাসড়কের জন্য জমি অধিগ্রহণের নিয়ম সহজ করার মতো প্রস্তাবও এই বিলগুলিতে রয়েছে। যে বিলগুলি সরকার তালিকাভুক্ত করেছে সেগুলি হল পারমাণবিক শক্তি বিল ২০২৫, জাতীয় মহাসড়ক সংশোধনী বিল, উচ্চশিক্ষা কমিশন বিল, বীমা আইন সংশোধনী বিল, শেয়ার বাজার সূচক বিল, ১৩১তম সংবিধান সংশোধনী বিল। আগামী ৩০ নভেম্বর নতুন বিলগুলি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে।