কর্ণাটকে নবজাতকের পেটে যমজ সন্তান

বিরল ঘটনার সাক্ষী কর্ণাটক। নবজাতকের পেটের ভিতরে বড় হচ্ছে আর একটি শিশু! গত ২৩ সেপ্টেম্বর সে রাজ্যের হুব্বালির কেআইএমসি-তে পুত্রসন্তানের জন্ম দেন এক মহিলা। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। তবে পরে শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করে দেখা যায়, নবজাতকের পেটের ভিতরে আর একটি সন্তান! ঘটনার জেরে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।

জানা গিয়েছে, চিকিৎসা বিজ্ঞানে একে ‘ফেটাস ইন ফেটু’ (ফিফ) বলে। প্রতি পাঁচ লক্ষ ভূমিষ্ঠ সন্তানের মধ্যে একটি ক্ষেত্রে এমন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে মায়ের গর্ভাবস্থায় ভ্রূণের ভিতরে আর একটি প্রাণ বৃদ্ধি পেতে থাকে। কর্ণাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে জন্মানো শিশুটির শরীরেও সেই বিরল ঘটনার প্রমাণ মিলেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু উভয়ই এখন সুস্থ। কিন্তু আল্ট্রাসাউন্ডে নবজাতকের পেটের মধ্যে আর একটি প্রাণের আভাস মেলার পর চিন্তায় সকলে। যমজের মেরুদণ্ড এবং খুলির হাড়ের মতো প্রাথমিক কাঠামো ক্রমে বিকশিত হচ্ছে। চিকিৎসকেরা আরও জানিয়েছেন, এক্ষেত্রে ওই শিশুটি স্বাভাবিক ভাবে বড় হতে পারবে না। এখন নবজাতকের সুস্থ এবং স্বাভাবিক জীবনের স্বার্থে তার শরীরে অস্ত্রোপচার করতে হবে।