দিল্লিতে জোড়া খুন, অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে মৃত্যু লিভইন পার্টনারেও

দিল্লি: সম্পর্কের টানাপোড়েনের বলি হলেন এক অন্তঃসত্ত্বা। বিবাহিত হওয়া সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই মহিলা। প্রেমিকের সঙ্গে লিভ-ইন ও করতেন, কিন্তু সেই সম্পর্ক ছেড়ে তিনি যখন আবার স্বামীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখনই মারাত্মক জটিলতা সৃষ্টি হয়। আর এর জেরেই জোড়া খুনের সাক্ষী থাকল দিল্লি। অন্তঃসত্ত্বা মহিলা এবং তাঁর প্রেমিক খুন হন।

শনিবার রাতে দিল্লির কুতুব রোডে এক ভয়াবহ জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহত ২২ বছর বয়সী অন্তঃসত্ত্বা শালিনী এবং তাঁর স্বামী আকাশ, যিনি পেশায় ছিলেন একজন রিকশাচালক। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে। জানা যায়, শনিবার শালিনী তাঁর মায়ের সঙ্গে দেখা করে স্বামীর সঙ্গে ফিরছিলেন। ঠিক সেই সময়েই পথে আচমকা তাঁদের পথ আটকে দাঁড়ায় শৈলেন্দ্র নামে এক ব্যক্তি। কোনো কিছু বুঝে ওঠার আগেই শৈলেন্দ্র আকাশ ও শালিনী দুজনের ওপরই এলোপাথাড়ি ছুরির কোপ মারা শুরু করে।

আসলে শৈলেন্দ্র ছিলেন শালিনীর লিভ-ইন পার্টনার। আকাশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে শৈলেন্দ্রর প্রেমে পড়েন শালিনী। কিছুদিন একত্রবাসও করেন। পরে স্বামীর সঙ্গে সব মিটমাট হয়ে যাওয়ায় আবার শালিনী ফিরে যান স্বামীর কাছে। আর এতেই চটে যান শৈলেন্দ্র। দুজনকে একসঙ্গে দেখে কপি দিতে শুরু করেন, শালিনীর সন্তানকেও নিজের বলে দাবি করেন। 


সেই দাবি নিয়েই শনিবার শালিনী-আকাশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শৈলেন্দ্র। সেই দাবি অস্বীকার করেন আকাশ। আকাশকে কোপাতে শুরু করলে শালিনীও শৈলেন্দ্রকে কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শৈলেন্দ্র ও শালিনীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।