ঋতুস্রাব বন্ধ মানেই দাম্পত্য সুখের অবসান নয়

প্রতিনিধিত্বমূলক চিত্র

ঋতুস্রাব নিয়ে অনেকের মনেই ভুল ধারণা বাসা বাঁধে। বিশেষ করে অবিবাহিতদের ক্ষেত্রে। তাঁরা মনে করেন ঋতুস্রাব বন্ধ হলেই দাম্পত্য সুখের অবসান ঘটে। অর্থাৎ মেনোপজ পেরোলেই যৌন জীবনে আর রোম্যান্স আসেনা। আসলে তা কিন্তু নয়। সাম্প্রতিককালে এক আন্তর্জাতিক গবেষণা এই ধারণা ভুল প্রমাণিত করেছে।

এব্যাপারে ২০২২-২৩ সাল নাগাদ ইরানের কাজভিন শহরে একটি সমীক্ষা ধর্মী গবেষণা চালানো হয়। তাতে দেখা যায়, শহরের ৬৮ থেকে ৮৬.৫ শতাংশ মহিলারা মেনোপজ পরবর্তী যৌন সমস্যা ভোগ করলেও তাঁরা চিকিৎসকের কোনও পরামর্শ নেন না। গবেষণায় জানা গিয়েছে, মানসিক চাপ, সাংসারিক টানাপোড়েন, আর সমাজের ট্যাবু যৌন জীবনের প্রধান অন্তরায় হয়ে দেখা দেয়। গবেষণায় অংশ নেওয়া ১৫ জন মেনোপজ-পরবর্তী মহিলা ও ৬ জন বিশেষজ্ঞ এই সমস্যার কথা জানিয়েছেন।

তবে যাঁরা নিজেদের শারীরিক পরিবর্তন মেনে নিয়ে সঙ্গীর সঙ্গে মুক্ত মনে আলোচনা  ও সমঝোতা করেছেন, তাঁরা দাম্পত্য জীবনে নতুন করে ভালোবাসার রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছেন। গবেষকরা বলছেন, এই নীরব সমস্যার মূল সমাধান হতে পারে তথ্য, শিক্ষা, আর সহানুভূতি।