কার্যক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, সতর্কবার্তা দিলেন ডা. দেবী শেঠি

ডা. দেবী শেঠি

অযথা ও মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে এই জীবনরক্ষাকারী ওষুধ। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সতর্ক করলেন প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তাঁর বক্তব্য, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে আর ঠিকমতো মারতেই পারছে না।

একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনায় ডা. শেঠি বলেন, ‘অ্যান্টিবায়োটিক এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে, ব্যাকটেরিয়া এখন ওষুধের সঙ্গে মানিয়ে নিতে শিখে যাচ্ছে। ফলে সংক্রমণ সেরে ওঠার বদলে আরও জটিল আকার নিচ্ছে।’ তাঁর মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে সামান্য সংক্রমণও ভবিষ্যতে ভয়ঙ্কর প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

ডা. শেঠির বক্তব্য অনুযায়ী, ভাইরাল জ্বর, সর্দি-কাশির মতো অসুখেও অহেতুক অ্যান্টিবায়োটিক দিচ্ছেন অনেক চিকিৎসক। এতে রোগী সাময়িকভাবে স্বস্তি পেলেও স্বাস্থ্যের ক্ষেত্রে সমাজে দীর্ঘমেয়াদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘অ্যান্টিবায়োটিক তখনই দেওয়া উচিত, যখন তা একান্ত প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা মারাত্মক বিপজ্জনক।’


বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা মানে ভবিষ্যতে অস্ত্রোপচার, ক্যানসারের চিকিৎসা বা জটিল সংক্রমণের ক্ষেত্রে বড়সড় সংকট। ডা. শেঠি মনে করেন, সরকার, চিকিৎসক এবং সাধারণ মানুষ— সকলকে একসঙ্গে সচেতন না হলে এই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি আরও বলেন, ‘এখনই যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সংযমতা রক্ষা না করি, তাহলে আগামী প্রজন্ম এমন এক পৃথিবী দেখবে, যেখানে সাধারণ সংক্রমণেরও কার্যকর চিকিৎসা ব্যবস্থা থাকবে না।’