মুখের প্রায় ৮৫ শতাংশ সমস্যা প্রতিরোধযোগ্য: বিশেষজ্ঞ

সচেতনতা ও প্রযুক্তির সাহায্যে মুখের ৮৫ শতাংশ সমস্যা প্রতিরোধ করা যায়। শনিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা একথা বলেছেন। তিনদিন ধরে চলা ইন্ডিয়ান সোসাইটি ফর ডেন্টাল রিসার্চ (আইএসডিআর) এর ৩৫-তম জাতীয় সম্মেলনে দেশ-বিদেশের ৩০ জন খ্যাতনামা বক্তা ওরাল এবং ক্র্যানিওফেসিয়াল সায়েন্সের ওপর বক্তব্য রেখেছেন।

গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) মহেশ ভার্মা সংবাদ সংস্থাকে বলেন, ‘মুখের সঙ্গে সম্পর্কিত রোগগুলি সবসময় যে ক্ষতিকারক, তা নয়, তবে এগুলি অনেক সময় বড় বিপদ ডেকে আনতে পারে। সচেতনতার প্রসার ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর সমাধান করা গেলে প্রায় ৮৫ শতাংশ মৌখিক সমস্যাই প্রতিরোধযোগ্য।’

তিনি আরও বলেন, ‘ভারতের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ দাঁতের চিকিৎসা করাতে পারে না অথবা খরচ বহন করতে পারে না। প্রযুক্তির সাহায্যে সস্তায় চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।জীবনযাত্রার পরিবর্তন এবং জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌখিক স্বাস্থ্য ছাড়া সুস্থ জীবন লাভ করা সম্ভব নয়।’ ন্যাশনাল হেলথ অ্যাজেন্ডাতে ওরাল হেলথকে আরও গুরুত্ব দেওয়ার দাবিও তোলেন তিনি।


মহেশ ভার্মা বলেন, ‘ডেন্টাল রিসার্চ মোট ৩৬টি ক্যাটাগরিতে করা সম্ভব, যার মধ্যে রয়েছে রিজেনারেটিভ থেরাপিস, রিভাইটালাইসিং ডেড টিসুস, মেটেরিয়াল সায়েন্স এবং পাবলিক হেলথ অ্যাপ্রোচ।’ অ্যালকোহল কীভাবে ওরাল হেলথের ক্ষতি করে, তাও এদিন তুলে ধরেন বিশেষজ্ঞরা। মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসের ডাঃ অশ্বিনী ওয়াই বি বলেন, ‘সকলেই জানেন যে অ্যালকোহল লিভার এবং শরীরের জন্য ক্ষতিকর। তবে ক্ষতি কিন্তু অনেক আগেই শুরু হয়, ঠিক মুখের ভেতরে।’

অশ্বিনী ওয়াই বলেন, ‘আমাদের মুখের মিউকোসা নামক একটি সূক্ষ্ম প্রতিরক্ষামূলক আস্তরণ রয়েছে। অ্যালকোহল সেবনের ফলে এটি প্রায়ই শুকিয়ে যায়। এই শুষ্কতা আস্তরণকে দুর্বল করে দেয়, ফোসকা সৃষ্টি করে এবং মুখকে সংক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। শুধু তাই নয়, অ্যালকোহল লালার প্রবাহকেও হ্রাস করে। এর ফলে মুখের পরিষ্কার হওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত লালা না থাকলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে, মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।’ তামাকের সঙ্গে অ্যালকোহল মেশানোর বিষয়ে তিনি সতর্ক করেছেন। অশ্বিনী ওয়াই বলেন, ‘তামাক ও অ্যালকোহল মিশে গেলে ক্যান্সার সহ গুরুতর মৌখিক রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে। দুর্ভাগ্যবশত, এই অভ্যাস দেশে অনেকেরই রয়েছে।’

সম্মেলনে অন্যান্য বিশেষজ্ঞরা মুখের যত্ন নেওয়ার প্রতি জোর দিয়েছেন। মৌখিক স্বাস্থ্য রক্ষা করা মানে কেবল দিনে দু’বার ব্রাশ করার বিষয় নয়, তাও মনে করিয়ে দেন চিকিৎসকেরা। তিন দিনের এই কনক্লেভে ২০টি দেশের ১৫০ জন অংশগ্রহণকারী সহ ৬০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।