হারতেই উত্তাল ফ্রান্স! বিক্ষোভ, দাঙ্গাবাজদের সামলাতে রাজপথে নামতে হল গোটা পুলিশ বাহিনীকে 

প্যারিস, ১৯ ডিসেম্বর– কাতারে স্বপ্নভঙ্গের এহেন রাতে উত্তাল হয়ে উঠে ফ্রান্স। সমর্থকদের বুকের আগুনের আঁচ ছড়িয়ে পড়ে রাস্তায় রাস্তায়। ক্রমে তা দাঙ্গার রূপ নেয়। পরিস্থিতি সামলাতে লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

রবিবার আর্জেন্টিনার সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত হয় ফ্রান্স। কিলিয়ান এমবাপের মরণপণ লড়াইয়ে টাইব্রেকারে ম্যাচ নিয়ে গেলেও মেসিদের রুখতে ব্যর্থ হন তাঁরা। প্রায় হাতের মুঠোয় চলে আসা ম্যাচে হার মানতেই পারছেন না ফরাসি সমর্থকরা। রবিবার রাতে তাই প্যারিস, নিস, লিঁও-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা দেশে ১৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।