১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেফতার গেহলত পুত্রের বিরুদ্ধে তদন্তকারী দুই ইডি আধিকারিক  

জয়পুর, ২ নভেম্বর– ক’দিন আগেই ভোটমুখী রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ সেই ঘটনার পর কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরব হয়েছে কংগ্রেস৷ আর তারপরই সেই দুই ইডি আধিকারিকদের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠল৷ রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে ওই দুই অভিযুক্তকে৷
দুই ইডি আধিকারিকের গ্রেফতারের পরই রাজস্থানের বিরোধী দলগুলি বলতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর ছেলেকে সমন পাঠানোর সাজা ভুগলেন ওই দুই আধিকারিক৷
প্রসঙ্গত, ভোটের মুখে ইডির তৎপরতা নিয়ে করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত৷ কংগ্রেস সভাপতির বাডি়তে তল্লাশি অভিযান এবং ছেলেকে সমন পাঠানো নিয়ে গেহলত বলেন, “আমি যা বলে আসছিলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন৷ রাজস্থানে রোজ রোজ ইডির রেড এইজন্যে হয়, যেহেতু বিজেপি চায় না রাজ্যের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান৷” এই বিষয়ে সরব হয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ আধিকারিক নাভাল কিশোর মিনা এবং তাঁর সহযোগী বাবুলাল মিনার বিরুদ্ধে৷ একটি চিটফান্ডের মামলার তদন্ত বন্ধ করার বিনিময়ে দুই ইডি আধিকারিক ১৫ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ৷ ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের৷ এর পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের৷ ওই অধিকারিকদের বাডি়তেও তল্লাশি চালাচ্ছে দুর্নীতি দমন শাখা৷