গুলমার্গে তুষারধসে মৃত্যু দু’জনের, স্কি রিসর্টে বরফের স্তূপে আটকে আরও দুই বিদেশি পর্যটক

শ্রীনগর , ১ ফেব্রুয়ারী — জম্মু ও কাশ্মীরে আবার তুষারধস। গুলমার্গের একটি স্কি রিসর্টে তুষারধসের কারণে মৃত্যু হয়েছে ২ জনের। আরও অন্তত ২ জনের খোঁজ মেলেনি।

মৃত ২ জনই বিদেশি পর্যটক। যাঁদের খোঁজ পাওয়া যায়নি, তাঁরাও বিদেশি। পোল্যান্ড থেকে গুলমার্গে ঘুরতে এসেছিলেন তাঁরা। বরফের স্তূপে ওই দুই বিদেশি পর্যটক আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

বুধবার বিকেলে তুষারধসের মুখে পড়ে গুলমার্গের বিখ্যাত ওই স্কি রিসর্ট। সেখানে বরফের মাঝে স্কিয়িংয়ের আনন্দে মেতেছিলেন পর্যটকেরা। বিদেশ থেকে পর্যটকদের একটি দল এসেছিল গুলমার্গের স্কি রিসর্টে। বারামুলা জেলার পুলিশ টুইট করে জানিয়েছে, এখনও পর্যন্ত তুষারধস কবলিত স্কি রিসর্ট থেকে ১৯ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ উদ্ধার হয়েছে দু’জনের। তাঁদের দেহ হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেছে পুলিশ।