এবার রাজ্যে ২৫০ কোটি টাকার বিনিয়োগ করার কথা জানাল মিত্তল গ্রুপ।

West Bengal Chief Minister Mamata Banerjee | Salil Bera

ভারত:- পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনে উদ্যোগী হয়েছে মিত্তাল গ্রুপ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লগ্নি টানতে স্পেনে গিয়েছেন, তখন রাজ্যে ২৫০ কোটি বিনিয়োগের কথা জানাল মিত্তল গ্রুপ। পুজোর আগেই এই সুখবর আসায় উল্লসিত শিল্পমহল। সূত্রের খবর, স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করার কথা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ২৫০ কোটি বিনিয়োগ করার কথা জানাল পিসি মিত্তল গ্রুপ। জানা গিয়েছে, পি সি মিত্তল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে মোট ২৫০ কোটি বিনিয়োগ করবে। সূত্রের খবর, এদিন কারখানা পরিদর্শনের পর কমল মিত্তাল ঘোষণা করেন, শিলিগুড়িতে ইথানল কারাখানা তৈরি করা হবে। সে জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা। আর জলপাইগুড়িতে একটি নতুন আধুনিক কংক্রিট স্লিপার তৈরির কারখানার জন্য ১০০ কোটি বিনিয়োগ করা হবে। ২০১৩ সালে ১১৮ বছরে পুরনো জার্মান সংস্থা রেল ওয়ানকে অধিগ্রহণ করে পিসি মিত্তল গ্রুপ। সেখানে মাসে ৪৫ হাজারেরও বেশি স্লিপার তৈরি হবে। এই স্লিপার তৈরি ধাঁচা তৈরি হয় পশ্চিমবঙ্গেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম স্পেনে গিয়েছেন। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসার আহ্বান জানান। মাদ্রিদের পরে বার্সেলোনায় পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে বাংলায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন সতীশ রাই সিঙ্ঘানি। তারপর রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেন শিল্পপতি কমল মিত্তল। আর সবার প্রথম বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এভাবেই দীরে ধীরে বাংলার শিল্প পরিবেশে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ও।