যুবতীকে আটকে রেখে গণধর্ষণ ও চালানো হলো নির্মম অত্যাচার 

অমরাবতী,২০ডিসেম্বর — ফের এক তরুণীর ওপর তিনদিন ধরে চললো নির্মম অত্যাচার।অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার পেনামালুরু এলাকায় একটি ফ্ল্যাট থেকে ওই যুবতীকে উদ্ধার করা হয়েছে।সারা শরীর সিগারেটের ছ্যাঁকায় কালো হয়ে গেছে শরীরের নানা জায়গা। মদের নেশায় অচেতন। অর্ধনগ্ন যুবতীকে উদ্ধার করা হয়েছে বিজয়ওয়াড়ার একটি ফ্ল্যাট থেকে। স্বাস্থ্যপরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানাচ্ছে, তাঁকে শুধু ধর্ষণই করা হয়নি, মারধরও করা হয়েছে। মেয়েটির অবস্থা বর্তমানে সঙ্কটজনক। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই চারজন পেনামালুরু এলাকায় শ্রমিকের কাজ করে। তারাই গ্রামের একটি মেয়েকে তুলে নিয়ে আসে ওই ফ্ল্যাটে। ফ্ল্যাটটি ওই চারজনের নামেই ভাড়া নেওয়া হয়েছিল। মেয়েটিকে আটকে রেখে মদ খাইয়ে অচেতন করে লাগাতার ধর্ষণ করা হয় ও চালানো হয় নির্মম অত্যাচার।

পেনামালুরুর পুলিশ সুপার জানিয়েছেন, চারজনকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। নির্যাতিতা এখনও অচেতন অবস্থায় রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।