সম্প্রতি প্রকাশ্যে এল ২০২৩ এর বিশ্বকাপের থিম সং।

ভারত:- আগামী ৫ই অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি প্রকাশ্যে এল বিশ্বকাপের থিম সং। থিম সংয়ের সুর করেছেন প্রীতম। থিম সংয়ের ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিংকে। ২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশ পেয়েছিল সেই থিম সং টি। এবারের থিম সংয়ের নাম দিল জশন বোলে। সূত্রের খবর, এই গানই বিশ্বকাপের খেলাগুলির সময় স্টেডিয়ামে বাজবে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও পারফরম্যান্সে তুলে ধরা হবে। বিশ্বকাপের থিম মিউজিকের ভিডিওতে বড় চমক অবশ্যই চাহাল পত্নী ধনশ্রী। রণবীরের সঙ্গে যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও থিম সংয়ের ভিডিওটিতে দেখা যাবে জানা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গেল রণবীরের সঙ্গে নাচে ঝড় তুলেছেন ধনশ্রী। চাহাল বিশ্বকাপের সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর স্ত্রী ধনশ্রীকে দেখা গেল টুর্নামেন্টের থিম সংয়ে। এই গানের সুর দিয়েছে‌ন বলিউডের বাঙালি সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গানটি লিখেছে‌ন শ্লোকে লাল এবং সাবেরী বর্মা। গানটি গেয়েছেন প্রীতম নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা এবং চরণ।