আদানি ইস্যুতে সেবিকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ, বিশেষজ্ঞ কমিটিও গঠন করল সর্বোচ্চ আদালত

দিল্লি : ২ মার্চ, ২০২৩ — আদানি-হিন্ডেনবার্গ মামলা নিয়ে ‘সেবি’কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেবিকে আগামী দু’মাসের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদানি ইস্যুতে কোনওরকম বেনিয়ম হয়েছে কিনা, আদানিরা স্টক মার্কেটকে কোনওভাবে প্রভাবিত করেছেন কিনা, হিন্ডেনবার্গের  রিপোর্ট, সব খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। 

সর্বোচ্চ আদালত জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটি আদানি তদন্তের তত্ত্বাবধানে থাকবে। এই কমিটির মাথায় বসানো হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রেকে। বাকি সদস্যরা হলেন, ও পি ভাট, বিচারপতি জে পি দেবধর, কে ভি কামাট, নন্দন নিলেকানি এবং সোমশেখর সুন্দরেশন।