শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের!

কলকাতা:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। বুধবারও সেই শুনানিতে বড় নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। যারা স্কুলের শিক্ষক পদে চাকরি পেয়েছেন, তাদের নোটিশ দিতে হবে। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় বহু মানুষ চাকরি পেয়েছেন সরকারি স্কুলে শিক্ষক হিসেবে। তাদের সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হল। এই মাস অর্থাৎ ডিসেম্বরের বেতন দেওয়ার এই নোটিশ যাবে। সূত্রের খবর, জানা গিয়েছে, শুধু তাই নয়, বেতন পাওয়া আগে সবাই নোটিশ পেয়েছেন। সেই মর্মে সকলের থেকে স্বাক্ষর করিয়ে নিতে হবে। মামলা বিচারাধীন রয়েছে। কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।  জানা গিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ- সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের সব শিক্ষক – অশিক্ষক কর্মীকে এই বিষয়ে নোটিশ দিয়ে অবগত করতে হবে। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজ্য এই বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন। সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি চলেছে। সূত্রের খবর, জানা গিয়েছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই কথা জানিয়ে দিয়েছে আদালত। ফলে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা সিবিআই ও ইডির উপরেও চাপ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা একসঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গিয়েছে।