উজবেকিস্তানে ১৮ শিশুমৃত্যুতে অভিযুক্ত সংস্থার কফ সিরাপ উৎপাদন বন্ধ করল কেন্দ্র

দিল্লি, ৩০ ডিসেম্বর– উজবেকিস্তানে সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। দ্রুত সেই বিতর্কিত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মারিয়ন বায়োটেকের সমস্ত কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে ওই সংস্থার কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।

উজবেকিস্তান সরকারের দাবি, ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে সে দেশে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। যে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকে ভারতে তৈরি কফ সিরাপ ডক-১ ম্যাক্স  অত্যাধিক পরিমাণ খেয়ে ফেলেছিল। পরীক্ষা নিরিক্ষা করে নাকি ওই কফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতীয় ওই কফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে উজবেক সরকার। সেদেশের বাজার থেকে ওই ভারতীয় সংস্থার সমস্ত কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

উজবেকিস্তান সরকারের অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে ভারত। জানিয়ে দেওয়া হয়, মারিয়ন বায়োটেক নামের ওই সংস্থার বিরুদ্ধে যৌথ তদন্ত হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং উত্তরপ্রদেশ সরকারের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা যৌথভাবে ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবারই সংস্থার নয়ডার কারখানায় পর্যবেক্ষণে যান সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কর্তারা। তারপরই সংস্থার উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।