কলকাতা:- এবার সেমি বুলেট ট্রেন ‘বন্দে ভারত’ এবং ‘হামসাফার’ এক্সপ্রেসেও ট্র্যাভেল করতে পারবেন সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, অর্থমন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে এক বিবৃতিতে। আর সেখানেই সরকারি কর্মীদের বন্দে ভারতের মতো ট্রেনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। দেশের একাধিক রুটে পরিষেবা দিচ্ছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন। ছয়-সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় বন্দে ভারতের মতো সুপারফার্স্ট ট্রেনে পৌঁছানো সম্ভব হচ্ছে। টিকিটের দাম কিছুটা বেশি হলেও দেশের সেমি বুলেটে যাত্রা করতে বেশ আগ্রহই দেখাচ্ছে। এবার সরকারি কর্মীরাও বন্দে ভারত এবং হাম সাফারের মতো ট্রেনেও ছাড়ে জার্নি করতে পারবেন। এজন্যে মিলছে ছাড়। সূত্রের খবর, তবে ‘অফিসিয়াল ট্যুর’ করলেও একমাত্র এই সুবিধা পাওয়া যাবে। এমনটাই অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগের কর্মীরা ট্রেনিং, ট্রান্সফার কিংবা অবসর সংক্রান্ত যে কোনও কাজের ক্ষেত্রে বন্দে ভারত কিংবা হামসাফার ট্রেনে চড়তে পারবেন। এর আগে ট্রেনিং, বদলি ও অবসরের ক্ষেত্রে সরকারি কর্মচারীর এই ট্রেনগুলিতে যাতায়াতের সুবিধা পেতেন না। অবসরের পর কোনও কর্মচারী তাঁর নিজস্ব জায়গায় যদি ফিরে যেতে চাইতেন তাহলে এই ট্রেনের সুবিধা পেতেন না। সেই মতো অবসরের পর কোনও কর্মী তাঁর রাজ্যে ফিরতে চাইলে বন্দে ভারতের সুবিধা নিতে পারবেন। দেশের প্রথম প্রাইভেট ট্রেন তেজস। এই ট্রেনে সরকারি কর্মচারীদের ভ্রমণে ছাড় দেওয়া হয়েছে। গত বছরই এই ছাড় দেওয়া হয়। যেভাবে ‘শতাব্দী’ ট্রেনে সরকারি কর্মচারীরা যাতায়াতের সুযোগ পান, সে ভাবেই ‘তেজস এক্সপ্রেস’-এ যাতায়াতের সুবিধা সরকারি কর্মচারীদের দিয়েছে রেলমন্ত্রক। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি ট্রেন। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।