উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশে শুরু হয়েছে সংকল্প সপ্তাহ মেলা। বাছাই করা ৬৮ টি ব্লকে এই মেলার আয়োজন করা হয়েছে। ব্লকগুলিতে সরকারি প্রকল্পকে গতি দিতেই এই মেলার আয়োজন। বহু মানুষ ইতিমধ্যে এই মেলায় অংশ নিয়েছেন। সূত্রের খবর, ১০০ শতাংশ হেলথ ওয়েলনেস সেন্টার ও সাব সেন্টার সমন্বিত ৬৮ টি ব্লকে এই মেলা শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ৯৯ শতাংশ লোক উপস্থিত ছিলেন। এছাড়াও ব্লকগুলির ৯৯ শতাংশ পিএইচসি এবং সিএইচসিগুলিতে গড়ে ২০২ জন লোক মেলায় উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এইসব শিবিরে গর্ভবতী মহিলাদের প্রসবের আগের চেক আপ, উচ্চ- ঝুঁকিপূর্ণ গর্ভধারণ শনাক্তকরণ এবং টিকা দেওয়া অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও অসংক্রামক রোগের জন্য স্ক্রিনিং, রক্তাল্পতা পরীক্ষা, টিবি স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল। প্রথম দিনে প্রায় ২.২০ লক্ষ মানুষ সংকল্প সপ্তাহ মেলা থেকে উপকৃত হয়েছেন। সূত্রের খবর, জানা গিয়েছে, প্রথম দিন ৪২ টি জেলার ৬৮ টি ব্লকের ১৬০৫ টি হেলথ ওয়েলনেস সেন্টার এবং সাব সেন্টারে আয়োজিত মেলায় অংশ নিয়েছিলেন ১,৫৯, ৪৫৮ জন। যেখানে প্রথম দিনে ২৯৪ টি পিএইচসি এবং সিএইচসিতে অনুষ্ঠিত মেলা থেকে ৫৯,২৫৫ জন উপকৃত হয়েছেন। সংকল্প সপ্তাহে প্রতিদিন একটি ভিন্ন থিম রয়েছে। এই সংকল্প সপ্তাহ চলবে ৯ অক্টোবর পর্যন্ত। থিমের মধ্যে রয়েছে সমৃদ্ধি দিবস, পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সুপুষ্ট পরিবার। পঞ্চায়েত ও ব্লকস্তরের আধিকারিকরা এই থিমগুলির অধীনে নাগরিকদের জীবনের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় পরিষেবাগুলির উন্নতিতে কাজ করবেন। এছাড়া এই সপ্তাহের শেষ দিন ১০ অক্টোবর সংকল্প সপ্তাহ অন্তর্ভুক্তি অনুষ্ঠান হিসেবে পালিত হবে। ওই দিনে কোন ব্লকে, কোন থিমের অধীনে নাগরিকদের জন্য কী কী কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তারা সেগুলি থেকে উপকৃত হয়েছেন কিনা তা দেখতে মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে সংকল্প সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ব্লক-স্তরের প্রশাসন সংস্কার করে নাগরিকদের জীবনযাত্রা উন্নতি করা।