এসআরএইচ বিরুদ্ধে ৮ উইকেটে বিরাট জয় আরসিবির 

 ১৯ মে — গতকাল ক্রিকেট ম্যাচ শেষে জয় হাসিল করল আরসিবি। বৃহস্পতিবারের সন্ধ্যায় আইপিএলের মঞ্চ মাতালেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৭ রান তাড়া করতে নেমে ৬২ বলে এক চোখধাঁধানো শতরান হাঁকালেন ‘কিংগ কোহলি’। এটি আইপিএলে তাঁর ষষ্ঠ শতরান, যা ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।

 বোর্ডে ১৮৭ রানের লক্ষ্য।প্রয়োজন ছিল একটা মজবুত জুটির ,সেটাই করে দেখালেন বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি। ওপেনিং জুটিতে করলেন ১৭২ রান। শেষ ম্যাচ অবধি ৮ উইকেটে জয়ী আরসিবি। ম্যাচ শেষে কোহলি সাফসাফ জানিয়ে দেন যে সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।’

ভারতীয় দল ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত ইংল্যান্ডের ওভাল মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হারের হতাশা দূর করে টেস্টে সেরা হওয়ার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে ভারত।