স্বাস্থ্যের হাল ধরতে বলেই মঞ্চে হৃদরোগে মৃত্যু আইআইটি কানপুরের অধ্যাপকের

কম্পুর, ২৪ ডিসেম্বর– বেহাল স্বাস্থ্যের হাল ধরুন বলেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অধ্যাপক। ঘটনাটি কানপুরের। আইআইটি কানপুরের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন একাধিক অধ্যাপক। সেখানেই বক্তব্য দিতে ওঠেন  বছর ৫৫-এর অধ্যাপক সমীর খান্দেকার বছর গিয়েছিলেন সমীর। সেই সময়ই বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়ে যান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর  চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। অধ্যাপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঞ্চে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন তিনি। সেই সময়ই ঘটে বিপত্তি। কথা বলতে বলতেই বুকে হাত দিয়ে মঞ্চের মধ্যে পড়ে যান সমীর। নিমেষেই সব শেষ। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের।

মঞ্চের ওপর বুকে হাত দিয়ে সমীরকে বসে পড়তে দেখে প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের কথায়, অধ্যাপক শরীরস্বাস্থ্যের বিষয়ে যেভাবে কথা বলছিলেন, দেখে মনে হয়েছিল তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। যদিও পরে দেখা যায়, অত্যাধিক পরিমাণে ঘামতে শুরু করেন সমীর।


আইআইটি কানপুরের এক অধ্যাপক জানান, গত ৫ বছর ধরে সমীরের  কোলেস্টরল মাত্রা অনেক বেশি ছিল। তিনি চিকিৎসা করাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি কানপুরে।