মোদির ফোন পন্থের মাকে, ‘চিন্তা করবেন না, ও সেরে উঠবে’

দিল্লি, ৩১ ডিসেম্বর– শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনোমতে প্রাণে বেঁচেছেন ঋষভ পন্থ। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলছে পন্থের। এরমধ্যেই তাঁর পরিবারে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীজি নিজের মা কে হারিয়েছেন গতকালই। মা কে হারানোর কষ্ট বুকে চেপে রেখেই ফোন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মাকে। প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, ‘আপনি চিন্তা করবেন না। ঋষভ ঠিক সেরে উঠবে। ঈশ্বর আছেন, দেশের কোটি কোটি মানুষের শুভ কামনা রয়েছে। ও ঠিক মাঠে ফিরবে।’

শুক্রবার দিল্লি থেকে মার্সিডিজ চালিয়ে দেরাদুনের দিকে যাচ্ছিলেন ঋষভ। রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপারের গাড়ি। তারপরেই গাড়িটিতে আগুন লেগে যায়।কোনওরকমে কাচে জানলা ভেঙে বাইরে বের হন পন্থ। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যান। তারপর নিয়ে যাওয়া হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে।