অর্ডার করলেন পাউরুটি, ডেলিভারি পেলেন জ্যান্ত ইঁদুর

এখনকার দিনে অনেকেই সময় এবং পরিশ্রম দুটোই বাঁচাতে বিভিন্ন ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার-দাবার ঘরে আনিয়ে নিতে পছন্দ করেন। কিন্তু অনলাইনে খাবার আনানোর অভিজ্ঞতা অনেক সময় সুখকর হয় না। সম্প্রতি ব্লিঙ্ক ইটঅ্যাপের মাধ্যমে পাউরুটি আনিয়েছিলেন এক ব্যক্তি। সেই পাউরুটির সিল করা প্যাকেটের ভিতর তিনি পেয়েছেন আস্ত একটি জীবন্ত ইঁদুর!

নীতিন অরোরা নামে এক ব্যক্তি সম্প্রতি এমনই আশ্চর্য অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন। পাউরুটির প্যাকেটের ভিডিওসহ পুরো ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। তাতে লিখেছেন, গত ১ ফেব্রুয়ারি ব্লিঙ্ক ইটের মাধ্যমে অর্ডার দিয়ে আনানো পাউরুটির প্যাকেটের ভিতরে জীবন্ত ইঁদুর পেয়েছেন তিনি। ‘১০ মিনিটে ডেলিভারি পেতে হলে যদি এরকম ঝামেলায় পড়তে হয়, তাহলে আমি বরং কয়েক ঘণ্টা অপেক্ষা করতেই পছন্দ করব,’ অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে লিখেছেন নীতিন।

টুইটারেও আলাদা করে নীতিনের কাছে ক্ষমা চেয়েছে ব্লিঙ্ক ইট। তারা জানিয়েছে, এমন অভিজ্ঞতা সত্যিই অনভিপ্রেত। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য সংস্থার তরফে নীতিনকে তাঁর অর্ডার ডিটেলস এবং ফোন নম্বর শেয়ার করতে বলা হয়েছে।