কানপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্মীয় স্থান থেকে তিনশোর বেশি লাউডস্পিকার সরানো হয়েছে !

উত্তরপ্রদেশ:- উত্তরপ্রদেশ সরকারের নির্দেশের পরে ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে অভিযান। কানপুরে নিয়ম লঙ্ঘন করে লাউডস্পিকার বাজানোর অভিযোগে তিনশোর বেশি লাউডস্পিকার ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্ধারিত ডেসিবেলের বাইরে গিয়ে কাজ করে এমন লাউডস্পিকার অপসারণের নির্দেশ দিয়েছিলেন। তারপরেই কানপুর পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে। জানা গিয়েছে, কানপুর পুলিশের অভিযান দেখে শহর জুড়ে বেশ কিছু ধর্মীয় নেতা নিজেরাই ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলেন। প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে রাজ্য সরকার রাজ্যজুড়ে ধর্মীয় স্থানগুলি থেকে লাউডস্পিকার অপসারণের জন্য একই ধরণের প্রচার শুরু করেছিল। সূত্রের খবর, জানা গিয়েছে, রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর প্রদেশের সাধারণ ও ধর্মীয় স্থানগুলি থেকে তিন হাজারের বেশি লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মাসব্যাপী প্রচারের অংশ হিসেবে সব জেলায় সকাল পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত ৬১৩৯৯ টি লাউডস্পিকার চেক করা হয়। ২৩ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই প্রচার চালানো হচ্ছে। সূত্রের খবর, জানা গিয়েছে, ৩২৩৮ টি লাউডস্পিকার জনসাধারণ বা ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে।