বেইজিংকে সন্ন্যাসীর হুঁশিয়ারি, ‘মোদি কাউকে ছাড়বেন না’

বেইজিং, ২১ ডিসেম্বর– তাওয়াংয়ে চিনের রক্তচক্ষুতে উদ্বিগ্ন দেশ। কয়েকদিন আগেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকাটিতে লালফৌজের আগ্রাসন রুখে দেয় ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে বেজিংকে সতর্ক করছেন সেখানকার মনেস্ট্রির বৌদ্ধ সন্ন্যাসীরা। ভারতের ভূখণ্ডের দিকে নজর দিলে তার ফল যে ভাল হবে না সেকথা মনে করিয়ে তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, ”প্রধানমন্ত্রী মোদি কাউকে ছাড়বেন না।”

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মনেস্ট্রির এক সন্ন্যাসী, যাঁর নাম ইয়েশি খাওয়ো, তিনি বলেছেন, ”আমরা ভারতীয় সেনাকে পূর্ণ সমর্থন করি। প্রধানমন্ত্রী মোদি কাউকে ছাড়বেন না। চিনা সরকার বরাবরই অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায়। এটা একেবারেই অন্যায় কাজ। ওরা ভারতীয় ভূখণ্ডের দিকেও নজর দিচ্ছে। ওরা যদি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এমন কাজ ওদের করা উচিত নয়।” পাশাপাশি তিনি জানিয়েছেন, ”ভারতীয় সরকার ও ভারতীয় সেনার উপরে আমাদের বিপুল আস্থা। ওরা তাওয়াংকে সুরক্ষিত রেখেছে। ১৯৬২ সালের যুদ্ধে মনেস্ট্রির সন্ন্যাসীরা ভারতীয় সেনাকেই সাহায্য করেছিল। চিন যতই বলুক তাওয়াং তিব্বতের অংশ, তাওয়ার ভারতীয় ভঊখণ্ডের অপরিহার্য অঙ্গ।”