মসজিদে মোহন ভগবতের রুদ্ধদ্বার বৈঠক মুসলিম ধর্মগুরুদের সঙ্গে

দিল্লি, ২২ সেপ্টেম্বর– হিন্দুত্ব বাদে কট্টর বিশ্বাসী আরএসএস প্রধান মোহন ভগবত বেরিয়ে আসছেন একটি মসজিদের ভিতর থেকে। এই দৃশ্য দেখে স্বভাবতই আশ্চর্য হয়েছে অনেকে। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ইমামদের সর্বভারতীয় সংগঠনের নেতাদের সঙ্গে এদিন মসজিদে গিয়ে বৈঠক করেন ভগবত।

মসজিদের তরফে বলা হয়েছে, আরএসএস প্রধান এদিন মসজিদে আসেন। ইমাম অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কিন্তু সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা খোলসা করেনি মসজিদ কর্তৃপক্ষ।

গত মাসে বেশ কয়েকজন মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করেছিলেন সরসঙ্ঘচালক। দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষের পরিবেশ নিয়ে ভগবত তাঁদের সঙ্গে আলোচনা করেছিলেন। এবার মসজিদে গিয়ে ইমাম সংগঠনের নেতাদের সঙ্গে কথা বললেন তিনি।


জ্ঞানবাপী মসজিদের নীচে শিবলিঙ্গ রয়েছে বলে হিন্দুত্ববাদীদের দাবি নিয়ে মামলামোকদ্দমা হয়েছে। সেই মামলা গ্রহণও করেছে আদালত। অনেকেই বলছিলেন, রামমন্দির হয়ে যাওয়ার পর বিজেপির হাতে আর মন্দির-মসজিদ রাজনীতির ইস্যু নেই। তাই কাশী-মথুরাকে চব্বিশের আগে চাগিয়ে দেওয়া হচ্ছে।