সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা থেকে বাণিজ্য বৈঠক মোদীর।

ভারত:- জি-২০ সামিট মিটলেও একাধিক দেশের সঙ্গে এখনও দ্বিপাক্ষিক বৈঠক চলছে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে। জানা গিয়েছে, এই বৈঠক দুই দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে গোটা বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে সৌদি আরব। কাজেই সৌদি আরবে যুবরাজের সঙ্গে বৈঠকে ভারতে একাধিক বিনিয়োগ আসতে পারে বলে মনে করা হচ্ছে। জি ২০ সামিটে যোগ দিতে ভারতে এসেছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। জি-২০ সম্মেলন শেষ হয়ে গেলেও তিনি ফিরে যাননি। দিল্লিতে রয়ে গিয়েছেন। সৌদি আরবের সঙ্গে একাধিক বিষয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম ডিজিটাল কানেকটিভিটি। সৌদি আরবের আর্থিক উন্নয়ন নিয়ে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই যে অর্থনৈতিক করিডর ইউরোপ পর্যন্ত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েও কথা বলেছেন তিনি। তাতে সৌদি আরবের পাশাপাশি ভারতেরও আর্থিক বৃদ্ধি হবে বলে দাবি করেছিলেন তিনি। ২০৩০ সালের মধ্যে এই করিডর তৈরির কথা প্রস্তাব করা হয়েছে। সৌদি আরবের যুবরাজও এই করিডর তৈরি নিয়ে ইতিবাচর মন্তব্য করেছেন। ইতিমধ্যেই সৌদি আরবের সঙ্গে ভারতের একাধিক মৌ স্বাক্ষর হয়েছে। তেল, গ্যাস, পুনর্নবীকরণ শক্তি, হাইড্রোজেন স্টোরেজ সহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। বিশেষ করে শক্তি ক্ষেত্র নিয়েই দুই দেশের মধ্যে আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে।