লক্ষ্য দুশো আসন, মোদির নাম ১০০ শহরে ১০ হাজার ইলেকট্রিক বাস

দিল্লি, ১৬ আগস্ট– প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম দেশের ১০০টি শহরে ১০ হাজার বিদ্যুৎ চালিত বাস নামাবে কেন্দ্রীয় সরকার। এই খাতে খরচ ধরা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও এই বৈঠকে দেশের ৫০৮টি রেল স্টেশনের আধুনিকীকরণের সিদ্ধান্ত হয়। এই খাতে খরচ ধরা হয়েছে কুড়ি হাজার কোটি টাকা।

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠক শেষে জানান পিএম ই-বাস প্রকল্পে বাসগুলি নামানো হবে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ১০০টি শহরে লোকসভার আনুমানিক দুশো আসনকে সামনে রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল।


তবে এই প্রকল্পের পুরো খরচ কেন্দ্র বহন করবে কিনা এখনও স্পষ্ট নয়। অতীতে কংগ্রেস সরকারও নগর পরিবহণ প্রকল্পে বাস দিয়েছিল রাজ্যগুলিকে। জহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন প্রকল্পে ৩৫ শতাংশ অর্থ রাজ্যগুলিকে বহন করতে হত।