বস্ত্রশিল্পে জিএসটি প্রত্যাহারের দাবিতে মোদিকে চিঠি লক্ষ লক্ষ শিল্পীর

হায়দরাবাদ, ২ নভেম্বর– নরেন্দ্র মোদিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি বস্ত্রশিল্পেও কর বসিয়েছেন। এই অভিযোগ তুলে বস্ত্রশিল্পকে জিএসটির আওতা থেকে মুক্ত করার দাবিতে উত্তাল তেলেঙ্গানা। লক্ষ লক্ষ বস্ত্রশিল্পী পোস্টকার্ড লিখলেন মোদির উদ্দেশে।

সোমবারই বস্ত্রশিল্পে জিএসটি চাপানোর প্রতিবাদে রাজ্যের নিজাম কলেজ চত্বরে একটি জমায়েত হয়। তারপর সেখান থেকে প্রতিবাদীদের মিছিল শুরু হয়। যা কলেজ চত্বর থেকে শুরু করে ডাকঘরে গিয়ে শেষ হয়। বিধান পরিষদের সদস্য এল রামানার অভিযোগ, ”স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধির সঙ্গে সারা দেশ অংশ নিয়েছিল বিদেশি বস্ত্র বর্জন করে নিজেদের চরকায় বস্ত্রবয়ন করার আন্দোলনে। স্বাধীনতার ৭৫ বছরে নরেন্দ্র মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বস্ত্রশিল্পে কর বসালেন।” সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।