আমি ভাবিই নি সেই ছবি নিয়ে: মার্শ

বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে উদযাপনে মাতে অজি ক্রিকেটাররা। বিয়ার হাতে ট্রফির ওপর পা তুলে উদযাপন করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে সমালোচনা করেন। এতদিন চুপ থাকার পর অবশেষ এই বিষয়ে মুখ খুললেন মার্শ।

সেই ছবি প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে মার্শ বলেন, ‘বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো বাসনা আমার ছিল না। আমি ভাবিনি ওই ছবি নিয়ে কিছু। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না।’

এর আগে মার্শের এমন কাণ্ডে কষ্ট পেয়েছেন জানিয়েছিলেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই, সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা কখনোই সমর্থনযোগ্য নয়।’