চলন্ত বাইকের উপর ভেঙে পড়ল মেট্রোর স্তম্ভ, মা এবং ছেলের চরম পরিণতি, জখম বাবা, মেয়ে

বেঙ্গালুরু, ১০ জানুয়ারি — চলন্ত বাইকের ওপর ভেঙে পড়ল মেট্রোর একটি নির্মীয়মাণ স্তম্ভ। মারা গেলেন এক মহিলা এবং তাঁর তিন বছরের সন্তান। মহিলার স্বামী এবং অন্য এক সন্তান গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় বাইকে চেপে যাচ্ছিলেন তেজস্বিনী নামে ওই মহিলা, তাঁর স্বামী এবং যমজ সন্তান। তখনই হুড়মুড়িয়ে তাঁদের উপর ভেঙে পড়ে মেট্রোর একটি স্তম্ভ। সঙ্গে সঙ্গে চার জনকে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার সময় মারা গিয়েছেন তেজস্বিনী এবং তাঁর তিন বছরের ছেলে। হাসপাতালে এখন চিকিৎসা চলছে তাঁর মেয়ে এবং স্বামী লোহিতের।

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের গাফিলতি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। বেঙ্গালুরুর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


গত বৃহস্পতিবার মুম্বইয়ের কাছে মেট্রোর নির্মীয়মান স্তম্ভের পাত পড়ে মারা গিয়েছিলেন এক মহিলা। নিহত মহিলার নাম সুনীতা বাবাসাহেব কাম্বলে। ৩৭ বছরের সুনীতা রাস্তা থেকে আবর্জনা কুড়োতেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।