আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম চালু করছে আইসিসি।

কলকাতা:- অবশেষে ঠিক হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই চালু হবে নতুন নিয়ম। সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে বা ট্রায়াল বেসিসে ২০২৪ সালের এপ্রিল অবধি কার্যকরী থাকবে এই নিয়ম। এই নিয়ম যে উদ্দেশ্যে আনা হচ্ছে তা সফল হলে পাকাপাকিভাবেই তা জড়িয়ে যাবে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকের সঙ্গে। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে একের পর এক নিয়ম বদলাচ্ছে। গত বছরও নতুন নিয়ম চালু করা হয়েছিল। তারপর এবার যে নিয়মটি চালু হতে চলেছে তাতে কোনও দলই সময় নষ্টের বিলাসিতা দেখানোর পথে হাঁটবে না। সূত্রের খবর, এবার থেকে টি ২০ আন্তর্জাতিকে সময় নষ্টের বিষয় রুখতে আনা হচ্ছে স্টপ ক্লক। আইসিসির পূর্ণ সদস্যের দলগুলির ওডিআই ও টি ২০ আন্তর্জাতিকে যা ব্যবহৃত হবে। সূত্রের খবর, জানা গিয়েছে, কাল বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে যে প্রথম টি ২০ আন্তর্জাতিকটি হবে তাতেই প্রথমবার স্টপ ক্লকের নিয়মটি লাগু হবে। একটি ওভার শেষ ও তার পরের ওভার শুরুর মধ্যে সর্বাধিক ৬০ সেকেন্ড বা ১ মিনিট দেওয়া হবে। কোনও ইনিংসে কোনও দল তিনবার এই নিয়মটি লঙ্ঘন করলে ব্যাটিং করা দলের খাতায় ৫ রান যোগ হবে। গত বছর টি ২০ আন্তর্জাতিকে যে নিয়মটি চালু হয়েছিল তা হলো, যদি কোনও দল নির্ধারিত সময়ে শেষ ওভারের প্রথম বল করতে পারবে না এমন পরিস্থিতি হয়, তাহলে ৩০ গজ বৃত্তের বাইরে ৪ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না। এবার স্টপ ক্লকের নিয়ম কতটা কার্যকরী হয় তা ট্রায়াল পিরিয়ডের শেষেই পর্যালোচনা করবে আইসিসি।