ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য দায়ী হামাস , দাবি সংগঠনেরই অন্যতম প্রতিষ্ঠাতার ছেলের 

গাজা, ১ নভেম্বর –  ইজরায়েল ও হামাসের যুদ্ধে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। মধ্য প্রাচ্যের এক একটি অঞ্চলে শ্মশানের নিস্তব্ধতা। ক্রমাগত গোলাগুলি বর্ষণে গাজা ছিন্নভিন্ন । এর জন্য দায়ী হামাস , এমনটাই অভিযোগ করলেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজনের ছেলে। এই ভয়ানক যুদ্ধের সূত্রপাত ঘটে ইজরায়েলের বুকে হামাসের হামলা দিয়ে। প্যালেস্টাইনের স্বাধীনতার নামে ৭ অক্টোবর সুন্নি জঙ্গি সংগঠনটির নারকীয় ইহুদি হত্যালীলায় কেঁপে ওঠে গোটা বিশ্ব।  সম্প্রতি নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ইজরায়েলের সেনাবাহিনী বা ইজরায়েল ডিফেন্স ফোর্সেস । ওই ভিডিও পোস্টে হামাসকে নিয়ে বেশকিছু চাঞ্চল্যকর কথা বলেছেন হামাসের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম শেখ হাসান ইউসুফের ছেলে মোসাব হাসান ইউসুফ। তাঁর কথায়, “নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই যুদ্ধ বাধায়  হামাস। যখনই তাদের টাকার দরকার হয়, তখনই এই যুদ্ধের খেলা শুরু হয়। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য শিশুদের বলি দিচ্ছে হামাস।” হামাসের ডেরা থেকে পালিয়ে আসা মোসাব হাসান ইউসুফ আরও বলেন, “  ইজরায়েল প্যালেস্তিনীয়দের রক্ত ঝরাতে চায় না। গাজার হাসপাতালে বিস্ফোরণের নেপথ্যে হামাস রয়েছে। কিন্তু তারা ইজরায়েলের উপর দায় চাপাচ্ছে। কিন্তু যুদ্ধের দায় আসলে হামাসের। নিরীহ প্যালেস্তিনীয়দের রক্ত হামাসের হাতে।”