৪ বছরের ছোট শিশুদের জন্য কফ সিরাপ নিষিদ্ধ

দিল্লি, ২১ ডিসেম্বর– চার বছরের কম বয়সী শিশুদের জন্য কফ সিরাপের ব্যবহার নিষিদ্ধ করে দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুধু নিষিদ্ধই নয় ওষুধগুলোর গায়ে সতর্কতা লেবেল লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, কফ সিরাপ খেয়ে বিশ্বব্যাপী ১৪১ শিশুর মৃতু্যর পর এই আদেশ জারি করল ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা৷ ‘কাশি ও সর্দি বিরোধী ওষুধের সংমিশ্রণ’ বা ‘অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশন’ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে বলেছে কর্তৃপক্ষ৷ ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, শিশুদের মধ্যে অননুমোদিত ‘অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশন’ ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা দরকার৷ তাই একটি আলোচনার মাধ্যমে সঠিক বয়সের আগে সংমিশ্রণটি ব্যবহার করতে মানা করা হচ্ছে৷ কম দামে জীবনদায়ী ওষুধ সরবরাহের কারণে ভারতকে ‘বিশ্বের ফার্মেসি’ বলা হয়৷ যদিও ছোটদের ওষুধের ক্ষেত্রে অভিযোগ উঠেছে গত কয়েক বছরে৷
২০১৯ সাল থেকে শিশু মৃতু্যর পরপর এই আদেশ জারি করল ভারতীয় কর্তৃপক্ষ৷ কফ সিরাপ পান করে গাম্বিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরুনে গত বছরের মাঝামাঝি থেকে কমপক্ষে ১৪১ জন মারা গেছে৷ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশে ঘরোয়াভাবে তৈরি কাশির সিরাপ খেয়ে ২০১৯ সালে মৃতু্য হয়েছিল কমপক্ষে ১২ জন শিশুর৷ বিষক্রিয়ায় শারীরিকভাবে বিকলঙ্গ হয়ে পডে় ৪ শিশু৷