মোদি বদান্যতায় দুধ সংকটের মুখে দেশ, তোপ কংগ্রেসের

Jairam Ramesh (Photo: Facebook)

দিল্লি, ১০ জুন– এবার দুধ তরজায় কংগ্রেস-বিজেপি। দেশের দুধ সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে কংগ্রেসের দাবি, স্রেফ নির্বাচনী সুবিধা পেতে একেকটি সমবায়কে অন্যটির সঙ্গে লড়িয়ে দিচ্ছে কেন্দ্র। আর তাই এই পরিস্থিতি।

টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি,’সাদা বিপ্লবে’র ৫০ বছরে বিশ্বের অন্যতম দুধ উৎপাদনকারী দেশ ভারতকে আজ অন্য দেশ থেকে দুধ  ও দুধজাত সামগ্রী আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য মুদ্রাস্ফীতিকেও দায়ী করেছেন কংগ্রেস নেতা। কোভিড আমল থেকেই দুধ সংকটের সূত্রপাত। যা এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে বলে মত জয়রাম রমেশের। আর এপ্রসঙ্গে তাঁর খোঁচা, ‘এই পরিস্থিতিতে মোদি সরকার কী করছে? স্রেফ ভোটের ফায়দা তুলতে একের পর এক সমবায়কে পরস্পরের সঙ্গে লড়িয়ে দেওযা হচ্ছে।”

প্রসঙ্গত, মাদার ডেয়ারি ও আমুলের দুধের দাম গত বছর থেকেই বেড়ে চলেছে। সব মিলিয়ে সংকট বাড়ছে। এবার সেই পরিস্থিতিতেই আক্রমণাত্মক মেজাজে জয়রাম রমেশ ।