যাত্রী সহ খাদে বাস, মৃত ৭

রাঁচি, ১৮ সেপ্টেম্বর–  ব্রিজের রেলিং ভেঙে একেবারে নীচে নদীতে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। ঝাড়খণ্ডের হাজারিবাগে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। দুর্ঘটনার খবর তড়িঘড়ি উদ্ধারকার্যে নামে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালেও ভর্তি করা হয়।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল বাসটি। এমন সময় হাজারিবাগে সিয়ানে নদীর সেতুর উপর থেকে সেটি একেবারে নীচে পড়ে যায়। মনে করা হচ্ছে, ব্রিজের উপর বাসটি ওঠার পরেই তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর মিলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা।

বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারে নামে প্রশাসন। হাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে অন্য উদ্ধারকারী দলও। এরপর গ্যাস কাটারের সাহায্যে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়। জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রত্যেক যাত্রীর পরিবারেও খবর পাঠানো হয়েছে।

এদিকে হাজারিবাগের বাস দুর্ঘটনায় টুইট করে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।