শুধু নারী নয় পুরুষদের মধ্যেও দেখা যায় ব্রেস্ট ক্যান্সার

ব্রেস্ট ক্যান্সার নারী পুরুষ উভয়েরই হতে পারে। শুধু যে নারীদের ব্রেস্ট ক্যান্সার হয় সেই ধারণা একেবারেই ভুল।সচেতনতা বৃদ্ধির ফলে মহিলারা রুটিন ম্যামোগ্রাফি বা সেল্‌ফ এগজামিনেশন করে থাকেন। তাই প্রাথমিক স্টেজে এই রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনাও বেশি। যেহেতু বেশিরভাগ পুরুষই এই ধরনের রুটিন টেস্ট করান না, তাই তাদের ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে অনেকটা দেরিতে।

সাধারণত পাঁচটি কারণে পুরুষ শরীরে এই ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে—বার্ধক্য, উচ্চ ইস্ট্রোজেন লেভেল, ক্লিনেফেল্টার সিনড্রোম ,নানান কারণে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের মধ্যে দেখা যায়।

ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলি পুরুষ এবং মহিলাদের দেহে একই রকম। তাই মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের যে লক্ষণগুলি দেখা যায়, পুরুষের ক্ষেত্রেও তাই। এই লক্ষণগুলির যে কোনও একটিও যদি দেখা যায় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি—


১. ব্রেস্টে যে কোনও ধরনের লাম্প গঠন।

২. নিপল বা স্তনবৃন্তে ব্যথা।

৩. ইনভার্টেড নিপল বা স্তনবৃন্ত ভিতর দিকে ঢুকে যাওয়া।

৪. স্তনবৃন্ত ও আরিওলা অংশে ব্যথা।

৫. বগলে স্ফীত লিম্ফ নোড।