চলতি বছরেই আফস্পা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের

দিসপুর, ১৬ আগস্ট– ২৪টি জেলা থেকে সরলেও বর্তমানে অসমের ৮টি জেলায় এখনো রয়েছে বিতর্কিত আফস্পা আইন। মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবসে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হেমন্তের বক্তব্য, ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে তা তুলে নেওয়া হবে।

গত বছরের এপ্রিল মাসে অসমের ২৪টি জেলা থেকে আফস্পা প্রত্যাহারের পর উত্তর-পূর্বাঞ্চল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানান। রাজ্যে যে নাশকতাও উল্লেখযোগ্য হারে কমেছে, তাও জানান তিনি। মঙ্গলবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বর্তমানে অসমের শুধুমাত্র আটটি জেলায় আফস্পা কার্যকর থাকলেও আমাদের লক্ষ্য হল চলতি বছরের মধ্যেই তা পুরোপুরি প্রত্যাহার।”

গত বছর অসমের পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুরের বিভিন্ন অংশে আফস্পা প্রত্যাহার করে কেন্দ্র। মণিপুরে গোষ্ঠীহিংসার মধ্যে হিমন্তের আফস্পা সংক্রান্ত মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী কেবল নিজের রাজ্যের কথা বললেও উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলির জন্যও ইঙ্গিতপূর্ণ হিমন্তের বার্তা।