আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমী কাটাবেন কলকাতায়।

কলকাতা:- দুর্গাপুজোয় আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া কলকাতায় ২ দিন কাটাবেন বলে জানা গিয়েছে।সূত্রের খবর, তাঁকে নিয়ে আসছেন জনপ্রিয় স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। সপ্তমীর সকালের আগেই দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ডি মারিয়া। সপ্তমী ও অষ্টমী কলকাতাতেই থাকছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর,  এমিলিয়ানো মার্তিনেজের কলকাতা সফরের সময় জানা গিয়েছিল, শতদ্রু মেসিকে ফের আনবেন কলকাতায়। পুজোর সময় মেসিকে আনার পরিকল্পনা থাকলেও, মনে করা হচ্ছে সেই সময় ইন্টার মায়ামির খেলা থাকবে সেটাই প্রতিবন্ধকতা তৈরি করেছে। গতকাল রাতে শতদ্রু একটি জনপ্রিয় হিন্দি ছবির গান ‘ও মারিয়া’ পোস্ট করেছেন ফেসবুকে। মেসিকে যে তিনি আনবেনই, এই ফেসবুক-বার্তায় তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে পেলে, মারাদোনা, দুঙ্গা, কাফু, ভালদেরামার মতো বিশ্বকাপারদের কলকাতায় নিয়ে এসেছেন শতদ্রু। মেসির দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়া বিশ্বকাপের দলে ছিলেন তা-ই নয়, ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তিনি ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্তিনার হয়ে জয়সূচক গোলটিও করেছিলেন। এখনও পর্যন্ত কলকাতায় ডি মারিয়ার পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, জানা গিয়েছে, তিনি মন্ত্রী সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় যেতে পারেন। পুজোর সময় কলকাতায় থাকেন মহারাজ। ফলে এবার শতদ্রু তাঁর ‘গুরু’ সৌরভের সঙ্গে দেখা করাতে পারেন ডি মারিয়ার। কয়েকটি পুজো প্যান্ডেলে ডি মারিয়াকে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পুলিশের অনুমতির উপর। কাফু, মার্তিনেজদের কলকাতা পুলিশের অনুষ্ঠানেও নিয়ে গিয়েছেন শতদ্রু। ফলে এবারও কলকাতা পুলিশের তরফে ডি মারিয়াকে সংবর্ধনা দেওয়া হতে পারে। এখন এই সফরসূচি নিয়েই কথাবার্তা চলছে। কলকাতায় কাটিয়ে ডি মারিয়ার বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। জুভেন্তাস থেকে ডি মারিয়া এখন বেনফিকায় গিয়েছেন। মেসির পাশাপাশি তিনি নেইমারের সঙ্গেও খেলেছেন। ২০১৫ থেকে ২০২২ অবধি ডি মারিয়া পিএসজিতে খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২২টি, পিএসজির হয়ে ৫৬টি গোল করেছে ৩৫ বছরের ডি মারিয়ার। ২০১১ সালের পর ফের ডি মারিয়া কলকাতায় আসছেন দুর্গাপুজোয়। ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজেও তাঁকে দেখা যেতে পারে। মার্তিনেজের পর শতদ্রুর শহর রিষড়াতেও আসতে পারেন বলে জানা গিয়েছে।