রোড রোলারের তলায় দেড় কোটি টাকার মদ

ভোপাল, ১৯ সেপ্টেম্বর– রাস্তার উপর বিছিয়ে রাখা হয়েছে  নামীদামি বিয়ারের বোতল। আর তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হল রোড রোলার। ‘নষ্ট’ করা বিয়ারের বাজারদর নাকি দেড় কোটি টাকা। 

বিয়ারগুলি নষ্ট করার পেছনে কারণ হল সেগুলি সবই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। মধ্যপ্রদেশের ভোপালের আবগারি দফতরের পক্ষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৯ হাজারটি পেটিতে থাকা মোট ১ লক্ষ ৮ হাজার বিয়ারের বোতল এভাবেই নষ্ট করে ফেলা হয়েছে ইতিমধ্যেই।

জানা গেছে, ভোপাল আব্বাসনগরের একটি গুদামে থাকা ওই বিয়ারগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ৬ মাস আগেই। মেয়াদোত্তীর্ণ বিয়ার থেকে শরীরে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেকক্ষেত্রেই অসাধু ব্যবসায়ীরা সেই বিয়ার তারিখ লুকিয়ে ক্রেতাদের বিক্রি করে দেন। এই ঘটনা আটকাতেই বিয়ারের বোতলগুলি নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আবগারি দফতরের পক্ষ থেকে।