ফের জামিনের আবেদন খারিজ অনুব্রত মন্ডলের 

দিল্লি, ৭ আগস্ট – অনুব্রত মন্ডলের জামিনের আর্জি ফের খারিজ করল দিল্লির রুশ এভিনিউ আদালত।  গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি রয়েছেন রয়েছেন অনুব্রত মন্ডল।  দীর্ঘ সময় জেলে থাকার কারণে তাঁর ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান অনবরত মন্ডলের আইনজীবী মুদিত জৈন ও সম্পৃক্তা ঘোষাল। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন বিচারক। ফলে আপাতত টিজার জেলেই থাকতে হচ্ছে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।  

কয়েক মাস আগেও দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিনের আর্জি জানান অনব্রতর আইনজীবী মুদিত জৈন। তাঁর যুক্তি , দিনের পর দিন জেলে থালার কারণে তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।  পাশাপাশি, সেই সময় তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন অনুব্রতর আইনজীবী। অনুব্রতর অসুস্থতা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট তাঁকে দেওয়া হয় নি বলে অভিযোগ।  
তিহার জেলে বন্দি অনুব্রত -কন্যা সুকন্যা মণ্ডলও . দিল্লির আদালতে তাঁর জামিনের আবেদনও এর আগে খারিজ হয়ে গেছে।