রামমন্দিরের কাজ সঠিক সময়ে শেষ করতে না পারলে কড়া পদক্ষেপ নেবেন আদিত্য নাথ যোগী।

উত্তরপ্রদেশ:- অযোধ্যা পুনর্নির্মাণের কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন আদিত্যনাথ। তাই তিনি একের পর এক কড়া নির্দেশ দিয়ে চলেছেন। যেসব ঠিকাদারি সংস্থাগুলিকে বরাত দেওয়া হয়েছে তাঁরা সময়ে কাজ শেষ করতে না পারলে নেওয়া হবে চরম পদক্ষেপ। সূত্রের খবর, যোগী সরকার নির্দেশ দিয়েছে যে সব কোম্পানি সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে না তাঁকে কালো তালিকাভুক্ত করা হবে। কোনও ভাবে কোনও প্রকল্পের কাজে দেরি বরদাস্ত করা হবে না। সরকারি অফিসারদের এই নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। অযোধ্যায় প্রস্তুতি কতদূর এগিয়েছে তা নিয়ে যোগীর কাছে খোঁজ খবর করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। তাতে ৩০ থেকে ৪০ হাজার অতিথি সমাগম হবে। তাই রামন্দিরের কাজ তো শেষ পর্যায়ে চলেই এসেছে এবার রাস্তাঘাট, পানীয় জল , নাগরিক পরিষেবার দিক গুলিতে বিশেষ নজর দেওয়া শুরু হয়ে গিয়েছে। কোনও ভাবেই কাজে কোনও দেরি করা বরদাস্ত করা হবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন যোগী সরকার। একেবারে সময়ের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ঠিকাদারি সংস্থাগুলিকে। জানা গিয়েছে, শুধু অযোধ্যা নয় রাজ্যের সব প্রকল্পের কাজেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি কড়া নির্দেশ দিয়েছেন। কোনও ভাবেই এগুলি আর বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন তিনি।