কোনও আমেরিকার সংস্থাকে দিয়ে সংস্থার অন্দরে তদন্ত নয়, বিবৃতি আদানিদের 

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি– ‘গ্রান্ট থর্নটন’ নিয়োগ সংক্রান্ত সমস্ত কোথায় গুজব। বিবৃতি দিয়ে জানাল আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের অভিযোগের সত্যতা যাচাই করতে নিজেদের বিভিন্ন সংস্থার অন্দরে তদন্ত করতে আমেরিকার আর্থিক সংস্থা ‘গ্রান্ট থর্নটন’-কে নিয়োগ করছে আদানিরা এমন খবরই কয়েকদিন ধরে খবরের শিরোনামে। বৃহস্পতিবার সেই খবরে বিরাম দিয়ে ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজ জানান, আদানি গোষ্ঠীর কয়েকটি সংস্থায় কোনও আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি রয়েছে কি না, তা স্বতন্ত্র ভাবে যাচাই (অডিট) করে দেখতে আমেরিকার আর্থিক সংস্থা ‘গ্রান্ট থর্নটন’কে নিয়োগ করার খবরের কোনও সত্যতা নেই। এই বিষয়টিকে গুজব বলেই দাবি করেছে আদানিরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, কয়েকটি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, আদানি গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাগুলিতে স্বতন্ত্র ভাবে যাচাই করতে আমেরিকার সংস্থাকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এই খবর গুজব। বর্তমানে এই প্রসঙ্গে মন্তব্য করা আমাদের পক্ষে অনুপযুক্ত।’