অভিনব প্রস্তাব পাশ করে গোয়ায় ৮ কংগ্রেস বিধায়ক বিজেপিতে

পানাজি, ১৪ সেপ্টেম্বর — রাজনীতিতে একে অভিনব ও বিরল ঘটনাই বলা চলে। কংগ্রেস পরিষদীয় দল ও রাজ্য পার্টির অফিসে বসে রীতিমত প্রস্তাব পাশ করে দল ছাড়েন ওই বিধায়কেরা। গোয়ায় কংগ্রেসের ১১ বিধায়কের আটজন বিজেপিতে যোগ দিলেন। 

দলত্যাগী বিধায়করা এখন বৈঠক করছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে। রাহুল গান্ধির ভারত জোড়ো‌ যাত্রা চলাকালে দলে এত বড় ভাঙন খুবই অস্বস্তির সন্দেহ নেই।

গত জুলাইতেই খবর রটেছিল, কংগ্রেসের বিধায়কদের একাংশ বিজেপিতে যেতে পারেন। সন্দেশের তালিকায় থাকা বিধায়করা অবশ্য সব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। যদিও সোনিয়াগান্ধি রটনাকে হাল্কা ভাবে নেননি। মুকুল ওয়াসনিককে পাঠিয়েছিলেন গোয়ায়। তখনকার মতো বিদ্রোহ চাপা দেওয়া সম্ভব হয়।


গোয়া বিজেপির প্রধান সদানন্দ শেঠ তনাভাদে জানান, বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের মধ্যে মাইকেল লোবো, দিগম্বর কামাথের মতো গুরুত্বপূর্ণ এমএলএরা রয়েছেন।

মাইকেল লোবো বর্তমানে বিরোধী দলনেতা। তিনিও বিজেপিতে যোগ দেওয়ায় প্রস্তাব পেশ করেন বৈঠকে। প্রস্তাব সমর্থন করেন দিগম্বর কামাথ।

৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক ২০ জন। এবছর মার্চের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১১টি আসন। আটজন একসঙ্গে দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইনের ওই কংগ্রেস বিধায়কদের সদস্যপদ খারিজের আশঙ্কা নেই।