এখনও পর্যন্ত মৃত ৫৩ জন, সন্ধ্যা নামলেই মানুষখেকোর গর্জন মহারাষ্ট্রের গ্রামে 

মুম্বাই, ২০ মার্চ — একে মানুষখেকো বাঘ, তার ওপর চিতা।  একের পর এক হামলায় মৃত্যু ৫৩ জনের।  মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার ঘটনা। বাঘ ও চিতাবাঘের আক্রমনে একের পর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। ২০২২ সালে এই জেলাতে বাঘ এবং  হামলার মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের। মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গনতিওয়ার সোমবার বিধানসভায় জানিয়েছেন, চন্দ্রপুর জেলায় ওই ৫৩ জনের মধ্যে ৪৪ জন বাঘের হামলার শিকার হয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে চিতাবাঘের আক্রমণে। চন্দ্রপুরের পাশাপাশি, বিদর্ভ অঞ্চলের আরও কয়েকটি জেলাতেও বাঘ-চিতাবাঘের হামলায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  মহারাষ্ট্রের বনমন্ত্রী আরও বলেন, ‘‘গত বছর বিদর্ভে মোট ১৪টি বাঘেরও মৃত্যু হয়েছে।’’

এর আগে চন্দ্রপুর-সহ বিদর্ভের অরণ্যভূমিতে বাঘের হামলায় একাধিক মৃত্যুর ঘটনায় ২০১৮ সালের নভেম্বরে মানুষখেকো বাঘটিকে গুলি করে মেরে ফেলার ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় মহারাষ্ট্রের পনঢারকাওড়া, টিপেশ্বর এলাকায় দু’বছরে ১৩ জন মানুষকে মেরেছিল অবনী নামে একটি বাঘ। বনদপ্তর সেই বাঘটির সাঙ্কেতিক নাম দিয়েছিল অবনী। তাকে মেরে ফেলার দাবি তুলেছিলেন স্থানীয় গ্রামবাসীদের একাংশ। ২০১৮ সালের নভেম্বরে বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়েছিল।