১১ পুণ্যার্থীকে ‘হত্যা’-য় ৪৩ পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

লখনউ, ১৬ ডিসেম্বর– ঘটনাটি ৩১ বছরের পুরনো। সেই মামলায় ৪৩ জন পুলিশ আধিকারিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল এলাহাবাদ হাই কোর্ট। ১৯৯১ সালের ১২ জুলাই উত্তরপ্রদেশের পিলভিটে এগারো জন শিখ পুণ্যার্থীকে পুলিশ গুলি করে মেরে ফেলে। পুলিশের সন্দেহ ছিল যে, এই এগারো জন নিষিদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদী খলিস্তান লিবারেশন ফ্রন্টের সদস্য। বিচারপতি রমেশ সিন্হা এবং বিচারপতি সরোজ যাদবের ডিভিশন বেঞ্চ ১৯৯১ সালের পিলভিট ভুয়ো সংঘর্ষ মামলায় এই রায় দিয়েছে।

এই ঘটনায় সুপ্রিম কোর্ট ১৯৯২ সালের ১৫ মে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করলে, নিম্ন আদালত ৫৭ জন পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। অভিযুক্তরা নিম্ন আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন। হাই কোর্ট ৪৩ জন অভিযুক্তের সাজা বহাল রাখল।