নতুন বিতর্ক উস্কে জম্মু-কাশ্মীরের ভোটার তালিকায় জুড়োল বহিরাগত ২৫ লাখের নাম

jammu & kashmir

জম্মু, ২৫ আগস্ট– জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার গত সপ্তাহে ঘোষণা করেছেন, রাজ্যের নতুন ভোটার তালিকায় আনুমানিক ২৫ লাখ নতুন ভোটারের নাম যুক্ত হতে যাচ্ছে। ভোটার তালিকায় নাম তোলার আবেদন গ্রহণের পর দেখা দিয়েছে, বিপুল সংখ্যক মানুষ সেখানে ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে দরখাস্ত জমা করেছে। জানা যাচ্ছে, আবেদনকারীদের আনুমানিক ২৫ লাখ ভোটার জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন। এরপরই ভোটার তালিকা নিয়ে অভিনব বিতর্ক তৈরি হয়েছে। 

বিরোধীদের বক্তব্য, এই আবেদনকারীদের মধ্যে আছেন সেনা, আধা সেনার অফিসার, জওয়ানেরা। এছাড়া দীর্ঘদিন ধরে ওই রাজ্যে বসবাসকারী অ-কাশ্মীরি। তাদের মধ্যে পর্যটনের ব্যবসায় যুক্ত বহু মানুষ আছেন।বিষয়টি জানাজানি হতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে উপত্যকা জুড়ে।