আমেরিকার মাটিতে গীতাপাঠ করে গিনেস রেকর্ড করলো ১৫০০ ভারতীয় পড়ুয়া

ওয়াশিংটন,ডিসি  ২৪ সেপ্টেম্বর — ভারতীয়রা নিজেদের দেশের নাম আরও একবার উজ্জ্বল করলো বিদেশের মাটিতে।আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিল ১৫০০ ভারতীয় পড়ুয়া।

আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি আয়োজন করা হয়েছিল ‘গীতা সহস্রাগালা’  নামক এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল গীতাপাঠ। এক আকাশের নীচে একসঙ্গে ভাগবত গীতার শ্লোক পাঠ করলেন প্রশিক্ষণপ্রাপ্ত ৭০০ জন পণ্ডিত, তাঁদের সঙ্গ দিলেন ১,৫০০ জনেরও বেশি পড়ুয়া। 

  আর এভাবেই তৈরি হল এক বিশ্বাস রেকর্ড।প্রাচীন ভারতের শ্রীমদ  ভাগবত গীতা’ আমাদের ‘মহাভারত’ মহাকাব্যের ভীষ্ম পর্বের একটি অংশ। গীতা-র কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং। ভক্তরা বিশ্বাস করেন স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীই সংকলিত রয়েছে ভাগবত গীতার শ্লোকগুলিতে।