এইভাবে দেখে নিন মাধ্যমিক পরীক্ষার ফলাফল

আজ সকাল সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা ঘােষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডা. কল্যাণময় গাঙ্গুলি মাধ্যমিকের ফল ঘোষণা করেন। সকাল দশটা থেকে সংসদের ওয়েবসাইটের মাধ্যমে সকল ছাত্র ছাত্রীরা নিজেদের ফলাফল জানতে উতলা হয়ে ওঠে।

এবারে মাধ্যমিক পরিক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন। পাসের হার ৮৬.০৭।

সাংসদের ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবে তাদের রোল নম্বর আর জন্ম তিথির মাধ্যমে।


সূত্রের খবর অনুসারে সৌগত দাস এবারে মাধ্যমিকে ৬৯৪ নম্বর নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। পূর্ব মেদিনিপুর জেলা হিসাবে প্রথম হয়েছে ৯৬.১০ পাসের হার নিয়ে। ৯২.১৩ শতাংশ নিয়ে কলকাতা দ্বিতীয় নম্বরে।

ছাত্ররা তদের ফলাফল যেই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে সেগুলি হল :

www.wbbse.org
www.wbresults.nic.in
www.indiaresults.com
www.exametc.com
www.results.shiksha

কি করে মাধ্যমিকের ফলাফল জানবেন

উপরের যে কোন একটি ওয়েবসাইটে যান।

মাধ্যমিক রেজাল্টস ট্যাবে ক্লিক করুন।

নিজের রোল নম্বর আর জন্ম তারিখ দিন।

এই ডিটেলস গুলো জমা করে দিলে আপনার ফলাফল দেখতে পাবেন।

‘Madhyamik Results 2019’ অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

যেহেতু আজ সকলেই ফলাফল দেখবেন সেহেতু ওয়েবসাইট একটু আস্তে চলতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা ওয়েবপেজ রিফ্রেশ করে খানিক পরে আবার চেষ্টা করতে পারেন।

পরীক্ষার্থীরা তাদের নিজেদের স্কুল থেকে আজই মার্কশিট ও শংসাপত্র তুলে পারবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে সকল ছাত্রছাত্রীদের সুবেচ্ছা জানিয়েছেন।