দিল্লিতে গরমের ছুটির মেয়াদ এক সপ্তাহ বৃদ্ধি

প্রখর তাপ, উষ্ণ বায়ুপ্রবাহ, হাঁসফাস করা গরম– আবহাওয়া দফতর এখনও কোনও স্বস্তির বার্তা দেয়নি, তাই গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির নির্দেশিকা জারি করা হল।

প্রশাসনের তরফে শহরের স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানাে হয়েছে, প্রতিটি স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত গরমের ছুটির মেয়াদ এক সপ্তাহ বৃদ্ধি করা হল। কেজরিওয়াল প্রশাসনের শিক্ষামন্ত্রী সিসােদিয়া বলেন, সরকারি ও বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে নির্দেশিকাটি প্রযােজ্য। 

আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে কয়েকদিন উষ্ণ প্রবাহ চলবে। দেশের রাজধানীতে দুম করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দিল্লির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ ৪২ শতাংশ।


তিনি বলেন, শহরের সরকারি ও বেসরকারি স্কুলগুলির অষ্টম শ্রেণী পর্যন্ত গরমের ছুটির মেয়াদ এক সপ্তাহ বৃদ্ধি করা হল। তাদের ৮ জুলাই থেকে ক্লাস চালু হবে। উচু ক্লাসগুলি আগামি কাল থেকে চালু হবে।