সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তর লেখার সফল কৌশল

প্রতীকী চিত্র

অক্ষরপ্রিয় গুপ্ত

দেশের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষা যথা, ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষায় (‘আইএএস’ পরীক্ষা নামে অধিক পরিচিত) ২০২৪ সালে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাড়ে ১৩ লক্ষ পরীক্ষার্থী। মূল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৪ হাজার ৬২৭ জন। তাঁদের মধ্যে সফল, মাত্র ২,৮৪৫ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। উপরের তথ্যগুলি থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, এই পরীক্ষায় সব থেকে কঠিনতম ধাপটি হল — মূল পরীক্ষা বা লিখিত পরীক্ষা (পোশাকি নাম মেন্‌স এক্সামিনেশন) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। লিখিত পরীক্ষায় থাকে ন’টি পেপার। যার মধ্যে দু’টি কোয়ালিফাইঙ ও বাকি সাতটি মেধা নির্ধারণকারী।

বাস্তবে দেখা গেছে অধিকাংশ পরীক্ষার্থীর কাছে লিখিত পরীক্ষাটিই সব থেকে বড় চ্যালেঞ্জের। পরীক্ষার্থীদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়— কী লিখব, কী ভাবে লিখব এবং কতটা লিখব? সফল এবং অসফল পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, সঠিক উত্তর-লেখার কৌশল না জানার কারণে, লিখিত পরীক্ষার সাফল্য অনেক সময় অধরা থেকে যায়। অনেক পরীক্ষার্থী তাদের বিষয়গত জ্ঞানে পারদর্শী হলেও, সঠিকভাবে উত্তর-লেখার কৌশল না জানার কারণে, লিখিত পরীক্ষায় একাধিকবারের চেষ্টাতেও সফল হতে পারেন না।


ইউপিএসসি এবং বিভিন্ন রাজ্যগুলির সিভিলসার্ভিস পরীক্ষাতে সঠিকভাবে লিখিত উত্তরের কৌশল জানানোর জন্য বিখ্যাত বহুজাতিক প্রকাশনী সংস্থা ‘ওয়াইলি ইন্ডিয়া’ সম্প্রতি প্রকাশ করেছে ‘দ্য আনসার রাইটিং ম্যানুয়াল’। লেখকদ্বয়, শ্রুস্থি দেশমুখ গৌড়া এবং নাগার্জুন গৌড়া— উভয়ই সফল আইএএস অফিসার। ২০১৯ সালে পাশ করে বর্তমানে মধ্যপ্রদেশে কর্মরত।

বইটির বৈশিষ্ট্য হল— ব্যবহারকারী-বান্ধব তথ্যভাণ্ডার এবং ভাষা, যা অনভিজ্ঞ এবং অভিজ্ঞ উভয় প্রার্থীদের জন্য উপযোগী। প্রস্তুতির মূল কৌশল, নোট তৈরি এবং সংবাদপত্র বিশ্লেষণের মূল্যবান একাধিক টিপস দেওয়া আছে। লেখকদ্বয় নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত লিখিত পরীক্ষায় সাধারণ ভুলগুলি কী করে এড়ানো যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন বইটিতে। সব থেকে বেশি যেটি আকর্ষণীয় লেগেছে— তা পরিশিষ্টের প্রথমেই দেওয়া আছে। সাধারণ পরীক্ষার্থীদের উত্তর লেখার কৌশল নিয়ে একাধিক প্রশ্ন থাকে। যেমন কোন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া অপেক্ষাকৃত শ্রেয়? উত্তরে সাবহেডিং দেওয়া কি জরুরি? হাতের লেখা ভাল হলে কি নম্বরে প্রভাব পড়তে পারে? কেমন ভাবে উত্তর লেখা উচিত ‘পয়েন্ট-ওয়াইজ’ না প্যারাগ্রাফ আকারে? এমন সন্দেহ-উদ্রেককারী অনেক প্রশ্নের উত্তর মিলবে এই বইটিতে। যেগুলি, লেখকদ্বয় তাঁদের নিজেদের অভিজ্ঞতার ঝুলি থেকে পরীক্ষার্থীদের কাছে বন্ধুদের মত পরামর্শ দিয়েছেন। উপরের দেওয়া সমস্ত তথ্যগুলি বিচার করে বলতে পারি, দেশ ও রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষায় সফল হতে গেলে, প্রস্তুতি চলাকালীন এ বই তোমার পড়ার টেবিলের সঙ্গী হতেই পারে।

দ্য আনসার রাইটিং ম্যানুয়াল
লেখক: শ্রুস্থি দেশমুখ গৌড়া এবং নাগার্জুন গৌড়া।
প্রকাশক: ওয়াইলি ইন্ডিয়া।
মূল্য: ৪৯৯ টাকা।